বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেকরেড গেমসের চরিত্রে অভিনয় করে তিনি যেমন প্রশংসা পেয়েছেন তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কিন্তু এই সমালোচনা মোটেই ভালোভাবে গ্রহণ করেননি নওয়াজ। সম্প্রতি একটি চ্যাট শোতে এসে ওয়েব সিরিজের সমালোচনার প্রসঙ্গ উঠলে রীতিমতো মেজাজ হারান নওয়াজ।
সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কেবল আমার স্তরের লোকজনের থেকেই সমালোচনা গ্রহণ করি। আজকাল দেখি সবাই সমালোচনা করতে চলে আসে। আমি জানি ওয়েব সিরিজটা একটু বোরিং ছিল। কিন্তু তাই বলে এরা সমালোচনা করবে! ওদের সিনেমা সম্পর্কে কোনো জ্ঞান রয়েছে? আমি যার তার সমালোচনা শুনবো না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।