ব্লক মার্কেটে শেয়ার লেনদেন ৩৭ কোম্পানির - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্লক মার্কেটে শেয়ার লেনদেন ৩৭ কোম্পানির

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৯
ব্লক মার্কেটে শেয়ার লেনদেন ৩৭ কোম্পানির

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোম্পানির।

 

কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৬৮ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ৩৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার টাকা।

 

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ারের। ৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। ব্র্যাক ব্যাংক ৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

 

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে, আলহাজ্ব টেক্সটাইল, এবি ব্যাংক, এটলাস বাংলাদেশ, ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স ব্যাংক, ফরচুন সুজ, গ্রামীণফোন, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ওয়ান, যমুনা ওয়েল, খুলনা পাওয়ার কোম্পানি, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, ম্যারিকো, পাওয়ার গ্রীড, প্রাইম ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সিলভা, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাও টেক্সটাইল, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, উত্তরা ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং ও ইয়াকিন পলিমার লিমিটেড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।