মহানগর আ.লীগের সভাপতি মাসুক-সম্পাদক জাকির
০৫ ডিসে ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ণ

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন অধ্যাপক জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
প্রায় ১৪ বছর পর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়। সেই ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছিল সিলেট আওয়ামী লীগে। এরপর ২০১১ সালে সম্মেলন ছাড়াই গঠিত হয় কমিটি। তিন বছর মেয়াদি সে কমিটি পার করে ৮ বছর। সদ্য সাবেক কমিটির সভাপতি ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক ছিলেন আসাদ উদ্দিন আহমদ।