সিলেটী কন্যা আফসানা প্রথমবারের মতো ব্রিটিশ এমপি হলেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:০৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিলেটী কন্যা আফসানা প্রথমবারের মতো ব্রিটিশ এমপি হলেন

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৯
সিলেটী কন্যা আফসানা প্রথমবারের মতো ব্রিটিশ এমপি হলেন

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রথমবারেই জয় পেলেন সিলেটী কন্যা আফসানা বেগম। এ আসনটিতে দলের একটি বড় অংশের বিরোধিতা মোকাবিলা করে মনোনয়ন নিশ্চিত করলেও আফসানা ব্রিটিশ এমপি হয়েছেন সহজেই। ৩৮হাজার ৬৬০ভোট পান তিনি। এবার প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বংশোদ্ভূত এই আসন থেকে এমপি নির্বাচিত হলেন।
আফসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা পপলার অ্যান্ড লাইমহাউসে। তার পৈতৃক বাড়ি বৃহত্তর সিলেটের জগন্নাথপুরে। আফসানা বেগম লন্ডনের কুইনমেরী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ে ডিগ্রিধারী ও একজন লেবার পার্টি প্রধান জেরেমী করবিন সমর্থিত রাজনীতিক। তিনি ইস্ট লন্ডনেই বড় হয়েছেন ও লেখাপড়া করেছেন।
আফসানা টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের মেয়ে। এছাড়া আফসানা বেগম লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ও দলটির লন্ডন অঞ্চলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনিই প্রথম বাঙালি বংশোদ্ভূত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।