বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সোমবার বিকেলে সাক্ষাৎ করবেন। রোববার (১৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য জানান।
দিদার বলেন, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করবেন।
এক মাসের অধিক সময় পর এই সাক্ষাৎ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই সাক্ষাতের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত জেল কর্তৃপক্ষ এই সিডিউল বাতিল করে বিজয় দিবসে নির্ধারণ করে। সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা স্বাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।