সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৮, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

সিলেট ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাক-শ্রবন প্রতিবন্ধীদের সংগঠন সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হা।
১৫ ও ১৬ ই ডিসেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল মহান স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শহীদমিনারে শ্রদ্ধা নিবেদন,সংস্হার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,সিলেট ও গোলাপ গঞ্জ উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে ফুটবল খেলা সহ আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতররন।
সোমবার সন্ধ্যায় সংস্হার টুকের বাজারস্হ কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস। সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)সিলেটের ব্যুরোচীফ মকসুদ আহমদ মকসুদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়যাত্রা টেলিভিশনের সিলপট প্রতিনিধি সাংবাদিক এস সুটন সিংহ,সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী স্কুলের সিনিয়র শিক্ষক সাঈম খাঁন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্হার সাধারন সম্পাদক আজিম উদ্দিন,সংস্হার সদস্য জুবের আহমদ,মোঃ রাসেল আহমূ,ছালেহ আহমদ,রিপন আহমদ শারমিন আহমদ প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস বলেন বৈষম্যহীন সমাজ গড়া স্বাধীনতার অন্যতম মুলমন্ত্র ছিল।এ লক্ষকে সামনে রেখে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নানা উদ্যোগ গ্রহনের ফলে সমাজে পিছিয়ে মানুষকে নানা সহায়তা প্রদানের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মুলস্রোত ধারায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন সরকার,দেশে এখন দারিদ্রতা এখন অনেকাংশে কমে গেছে।সরকারের নানা ভাতা ও আর্থিক সহায়তার ফলে মানুষ এখন দারিদ্রতা থেকে ঘুরে দাড়াবার সুযোগ সৃষ্টি হয়েছে।আর সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়নে স্হানীয় ভাবে সমাজসেবা কার্যালয় কাজ করে যাচ্ছে।তিনি বলেন প্রতিবন্ধীদের যেকোন কল্যানে তার দফতর সকল সময় ঢ়্যেকোন সহযোগীতা দিতে প্রস্তুত রয়েছে।তিনি সিলপট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রতিবন্ধীদের উন্নয়ন ও কল্যানে এ উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।পরে তিনি বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় বিজয়ী গোলাপ গঞ্জ দলকে ১ম পুরুস্কার ও সিলেট দলকে ২য় পুরুস্কার ট্রফি হাতে তুলে দেন।এ ছাড়া ও তিনি সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্হার উন্নয়ন ও কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সংস্হার বিভিন্ন সদস্য ও অন্যান্য ব্যাক্তিদের হাতে সংস্হার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।