কালিয়াকৈরে ফিলিং স্টেশন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
১৮ ডিসে ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ণ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি ॥
গাজীপুরের কালিয়াকৈরে কলেজের সামনে ফিলিং স্টেশন স্থাপন বন্ধের দাবিতে বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকরী কলেজের সামনে স্থানীয় আকতার হোসেন ওকল নামে এক ব্যক্তি সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের চেষ্টা করছে। এর প্রতিবাদে জাতির পিতা বঙ্গবন্ধু সরকরী স্কুল ও কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষ্ভো করেন। ফলে চন্দ্রা এলাকায় আধাঘন্টা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যানজট নিরসন করেন। মানববন্ধনে শেষে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন ,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক মামুন মন্ডল প্রমুখ।