এইচআইভি বিস্তার প্রতিরোধে ঈশ্বরদীতে সেনসিটাইজেশন সভা

Daily Ajker Sylhet

১৮ ডিসে ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ণ


এইচআইভি বিস্তার প্রতিরোধে ঈশ্বরদীতে সেনসিটাইজেশন সভা

ঈশ্বরদী (পাবনা) :
‘ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া’ জনগোষ্ঠির এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমের আওতায় লাইট হাউস বগুড়া অঞ্চলের ঈশ্বরদী বিভাগের আয়োজনে বুধবার সকালে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস আইসিডিআরবি’র ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগীতায় ও তত্ত্বাবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভারেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ নামক প্রকল্প দেশের ১৮টি জেলায় ২৫টি সার্ভিস সেন্টারে এই কার্যক্রম পরিচালিত করছে। পেশাজীবিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সেনসিটাইজেশন সভায় সভাপতিত্ব করেন ইউএইচ ও এফপিও ডাঃ এফ এ সালমা খান। অতিথি ছিলেন এমসিএইচ-এফপি এর মেডিক্রাল অফিসার ডাঃ আব্দুল বাতেন, ইউএইসসি এর মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। বক্তব্য রাখেন সাংবাদিক এস এস ফজলুর রহমান প্রমূখ। সভা সঞ্চালনা করেন লাইট হাউস ঈশ্বরদীর বিভাগয়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।