কুষ্টিয়ায় সড়কে ঝরলো মেছো বাঘের প্রাণ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৭, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কুষ্টিয়ায় সড়কে ঝরলো মেছো বাঘের প্রাণ

প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
কুষ্টিয়ায় সড়কে ঝরলো মেছো বাঘের প্রাণ

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল,  কুষ্টিয়া :

খাবারের সন্ধ্যানে বা রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় প্রাণ হারিয়েছে একটি মেছো বাঘ। মঙ্গলবার দবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকার লালন তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মেছো বাঘটিকে রাস্তার উপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
জানা যায়, হয়তো খাবারের সন্ধ্যানে প্রায় বাঘের মতোই দেখতে একটা মেছো বাঘ রাতের কোনো এক সময় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।
ইউপি সদস্য মুক্তার হোসেন জানান, স্থানীয়রা মৃত মেছো বাঘটিকে নিয়ে উজানগ্রাম এলাকায় রেখেছে। প্রাণীটিকে দেখতে এলাকার সাধারণ মানুষরা ভিড় করছে।
কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা সালেহ শোয়াইব খান জানান, মরা প্রাণী নিয়ে আমাদের কোনো কাজ নেই। আপনারা স্থানীদের বলেন মাটি চাপা দিয়ে দিতে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code