মোটা অঙ্কের জরিমানা গুনতে হল কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে। সংরক্ষিত এলাকায় ড্রোন ওড়ানোর জন্য জড়িমানার মুখে পড়তে হয়েছে এই পরিচালককে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফেলুদা সিরিজের জন্য শুটিং করতে পশ্চিমবঙ্গে গিয়েছেন সৃজিত। সেখানে অভয়ারণ্যের মধ্যে ড্রোন উড়িয়ে শুটিং করছিলেন তিনি। অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় শুটিংয়ের ড্রোন ঢুকে পড়ায় দেশটির বন্দপ্তর কর্মকর্তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ান সৃজিত।
নিয়ম ভাঙার জন্য পরিচালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয় বলে খবরে বলা হয়েছে।
দেশটির বনদপ্তর সূত্রে জানা যায়, এলাকাটিতে শুটিংয়ের জন্য ড্রোন ওড়ানোর অনুমতি ছিল না। ড্রোন ওড়ানোর বিষয়টি তাদের নজরে এলে তারা শুটিং বন্ধ করে দেয় এবং জরিমানা করে।
তবে পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছে, ওই সংরক্ষিত এলাকার সীমানা জানা ছিল না তার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।