মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইতালির পালেরমো শহরের সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় একটি হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি এম রুশন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোছাইন আহমেদ আবুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা নজরুল হুদা চৌধুরী তুহিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ফোরামের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ফোরামের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মিয়া মোহাম্মদ ছায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফোরামের উপদেষ্টা ইউনুস মিয়া, সহ-সভাপতি সুরুক মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইমন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী, প্রচার সম্পাদক আব্দুল হাকিম তালুকদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি বিএনপির সদস্য ও পালেরমো বিএনপির সভাপতি বদরুল আলম শিপু, ইতালির বিএনপির অন্যতম সদস্য হাজী খুরশেদ আলম, পালেরমো প্রবাসী কমিনিউটির কাউন্সিলর বিএনপি নেতা নাছির আহমেদ, পালেরমো বিএনপির সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, পালেরমো বিএনপির ১নং সদস্য এ কে আজাদ,পালেরমো বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তাইবুল ইসলাম খোকন, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি আলা উদ্দীন আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মিয়া, প্রধান কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লাভলু, সহ-প্রচার সম্পাদক হেলাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক জাহির মিয়া প্রমুখ।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটি পালেরমো ইতালি শাখার শিল্পীবৃন্দ। পরে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে তাদেরকে একটি সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।