আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ অভিযান দেওয়া হয়। লাইসেন্স শর্ত না মানা, পরিস্কার পরিচ্ছন্নতা না রাখা এবং বিভিন্ন প্রকার কিটনাশক রাখার দায়ে ৩ ফার্মেসীকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এসময় পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জরিমানা প্রাপ্ত ফার্মেসীগুলো হল আমিন ফার্মেসী, খাদেম ফার্মেসী ও বীরেন্দ্র ফার্মেসী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান বলেন লাইসেন্স শর্ত না মানা, পরিস্কার পরিচ্ছন্নতা না রাখা এবং বিভিন্ন প্রকার কিটনাশক রাখার দায়ে জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।