বাংলাদেশকে আরো ২ ড্যাশ বিমান বিক্রির প্রস্তাব বোম্বারডিয়ারের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:১৮, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে আরো ২ ড্যাশ বিমান বিক্রির প্রস্তাব বোম্বারডিয়ারের

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৯
বাংলাদেশকে আরো ২ ড্যাশ বিমান বিক্রির প্রস্তাব বোম্বারডিয়ারের

কানাডিয়ান বোম্বারডিয়ার বিমান কোম্পানি বাংলাদেশকে আরো দুইটি ড্যাশ কিউ ৪০০ টার্বোপ্রোপস বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। ২০২০ সালে কোম্পানিটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের কাছে একই মডেলের ৭৪ আসন বিশিষ্ট তিনটি সম্পূর্ণ নতুন বিমান সরবরাহ করবে।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘বোম্বারডিয়ার আমাদের জানিয়েছে যে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আরো দুইটি কিউ ৪০০ বিমান বিক্রি করতে চাইছে। যদি তারা আমাদের কাছে ভাল প্রস্তাব দেয়, তবে আমরা তাদের প্রস্তাব বিবেচনা করে দেখতে পারি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।