বর্তমান সময়ের উঠতি তারকা ফুটবলার ডেভিড নেরেস। তিনি ডাচ ক্লাব আয়াক্স ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড হিসেবে খেলছেন। সম্প্রতি দুই বান্ধবীর সঙ্গে একটি মজার প্রতিশোধের গল্প শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান।
ডেভিড নেরেস টুইটার পোস্টে লিখেছেন, আমি যখন ছোট ছিলাম, তখন দুইজন মেয়ে আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত। এর পাঁচ বছর পর নিজ শহরে ফিরে আমি তাদের পাঁচতারকা হোটেলে নিয়ে যায়। আমি তাদের বলি যে আমাকে ওয়াশরুমে যেতে হবে, এটি বলে আমি আমার গাড়ির চাবিটি ধরি এবং রুম ও খাবারের জন্য বিল পে না করে সোজা বাড়ি চলে যাই।
২০১৭ সালের ৩০ জানুয়ারি ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে আয়াক্সে যোগ দেন এই ২২ বছর বয়সী তারকা ফুটবলার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।