বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৭ ও ৮ জানুয়ারি ক্রাউন প্লাজায় গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ৩০ ডিসেম্বর বিজনেস কাউন্সিলের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় আয়োজকরা জানান, ‘বিজনেস সামিট নিয়ে নানা আয়োজন করা হয়েছে। শেষ মুহূর্তে চলছে অনুষ্ঠানের ব্যাপক প্রস্ততি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ জনের বেশি ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নেবে।
সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের বিভিন্ন ব্যবসা সম্পর্কে পরিচিত হওয়াই মূল উদ্দেশ্য। আমাদের দেশের উন্নয়নে বিভিন্ন ব্যবসায়ীরা কীভাবে বিনিয়োগ করে দেশকে আরও সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা যায় এটাই সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনের আহ্বায়ক ও বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আয়উব আলী বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ও বিজনেস কাউন্সিল দুবাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি মো. রাজা মল্লিক, সহ-সভাপতি মাহাবুবুল আলম মানিক, নুরুন্নবী রওশন, মো. মাজাহার উল্লাহ মিয়া, মো. নজরুল ইসলাম, মো. জুলফিকার ওসমান, মাহামুদ হাছান, সেলিম রেজা, মোহাম্মদ আলী, এমদাদ বক্স ও মো. দেলোয়ার আহাম্মেদ ও গ্লোবাল বিজনেজ সামিট ২০২০ এর ইভেন্ট পার্টনার বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।