অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে : জয় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০৯, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে : জয়

STAFF USBD
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে : জয়

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে দেশের আইসিটি খাতের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সম্মেলনকক্ষে আইসিটি বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম, অর্জন এবং অগ্রগতিবিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সভায় সজীব ওয়াজেদ জয়ের কাছে অ্যাসোসিওর আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড হস্তান্তর করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশের আইসিটি খাতকে আরো এগিয়ে নিতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের সবাইকে অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে। আইসিটি খাতে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে বাংলাদেশ যে পরিচিতি পাচ্ছে এই পুরস্কার তারই স্বীকৃতি। আইসিটি খাতের বিশ্বের সেরা প্রাক্টিসগুলো গ্রহণ করতে তিনি পরামর্শ দেন। সজীব ওয়াজেদ এই অর্জনে আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।