ইরাকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ২ বিক্ষোভকারী নিহত

Daily Ajker Sylhet

১৮ জানু ২০২০, ১২:২০ পূর্বাহ্ণ


ইরাকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ২ বিক্ষোভকারী নিহত

ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দাঙ্গা পুলিশরা শুক্রবার সাউন্ড বোম এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে। র‍য়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহতদের একজনের ঘাড়ে একটি টিয়ারশেল লেগে মারা গেছেন।

এই সংঘর্ষের বিষয়ে ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, বিক্ষোভকারীরা সিনাক ব্রিজের কাছে একটি এলাকায় ব্যারিকেড ভেঙ্গে যাওয়ার চেষ্টা করে পরে পুলিশ কয়েক ঘণ্টার চেষ্টায় তাদের নিয়ন্ত্রণে আনে।

 

উল্লেখ্য, নতুন সরকার এবং নির্বাচনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এই আন্দোলনে এই পর্যন্ত ৪৫০ জন নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।