আহমেদ রাশীদ : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দফতর সম্পাদক ও টাইম টেলিভিশনের ডাইরেক্টর, বাংলানিউজইউএসডটকমের ভাইস প্রেসিডেনট এবং কমিউনিটির অতি পরিচিতমুখ সৈয়দ ইলিয়াস খসরু দীর্ঘ এক মাসেরও বেশি সময় নিউইয়র্কের ম্যানহাটন কর্নেল হসপিটালে থাকার পর রিকভার হয়ে আগামীকাল বুধবার রিলিজ হবেন । তিনি কমিউনিটির সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ও বন্ধুবান্ধবদের খবরাখবর নেওয়ার চেষ্টা করেন। তিনি এখন মোটামুটি সুস্থ।তবে তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দেশ ও প্রবাসের সবার কাছে আরো দুআ চেয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।