দিরাই- শাল্লায় পিপিই বিতরণ

Daily Ajker Sylhet

১৫ মে ২০২০, ১১:১৫ অপরাহ্ণ


দিরাই- শাল্লায় পিপিই বিতরণ

দিরাই (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার হাসপাতলের চিকিৎসক, গণমাধ্যম কর্মী ও ব্যাংকারদের মাঝে তিনদিন ব্যাপী অর্ধশতাধিক পিপিই বিতরণ করেছে আব্দুস শহীদ চৌধুরী ফউন্ডেশন। দিরাই- শাল্লা বিএনপি’র প্রতিষ্টাতা সমন্বয়কারী প্রয়াত আব্দুস শাহীদ চৌধুরীর ছেলে, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা এড. তাহির রায়হান চৌধুরী পাভেলের উদ্যেগে এসব সামগ্রী দেয়া হয়। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা দু’টির বিভিন্ন করোনা যুদ্ধাদেরকে এ সমস্ত পিপিই’ বিতরন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও রাজনীতিবিদ। যাদের হাতে তাদের নিজনিজ প্রতিষ্টানের পিপিই সামগ্রী তুলে দেয়া হয় তারা হলেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাঃ জয়ন্ত চক্রবর্তী সরকারকে রবিবার ১১টায় অফিস কক্ষে, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসানকে সোমবার দুপুরে হাসপাতালে, শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার ও সাধারন সম্পাদক বিপ্লব রায়কে এ দিন বিকালে নিজ ক্লাবে, দিরাই শাখার সোনালী ব্যাংকের অফিসার ইমান আলীকে সন্ধ্যায় বাসভবনে, দিরাই প্রেসক্লাবের সহ- সভাপতি সোয়েব হাসান ও যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফ চৌধুরীকে ক্লাবে বুধবার বিকালে। এসব পিপিই বিতরনে অংশ গ্রহণ করেন ফাউন্ডেশনের পক্ষে দিরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আহমদ মিয়া, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ফাউন্ডেশনের সহ সভপতি হুমায়ূন কবির তালুকদার, সহ- সভাপতি ও সাংবাদিক সোয়েব হাসান, শাল্লা উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সভাপতির ছেলে ও ফাউন্ডেশনের সদস্য শামিম আহমদ, উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জেলা যুব দলের সহ- সাধারন সম্পাদক রিপন হাসান চৌধুরী, সহ-কর্মসংস্থান সম্পাদক মহিদ্দিন মিলাদ, দিরাই উপজেলা তরুন দলের সভাপতি রেজাউল করিম ছৌধুরী, ছাত্র দল নেতা সাজু আহমেদ চৌধুরী প্রমুখ। এ বিষয়ে এড. তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, করোনার কারণে সারা দেশের মতো আমাদের দিরাই- শাল্লার মানুষও অসহায়। আর এ অসহায় মানুষদের সেবায় যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক পিপিই বিতরণ করেছি। কিন্তু রহস্যজনক কারণে এখানকার পুলিশ আমাদের পিপিই গ্রহণ করেনি।গত মাসেও আমি এখানকার ৭০০শত হত দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। তবে ত্রাণ আরো প্রয়োজন। এ জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসার অনুরুধ জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।