মানিকছড়িতে ত্রাণ বিতরণ

Daily Ajker Sylhet

১৫ মে ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ


মানিকছড়িতে ত্রাণ বিতরণ

আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি) :
মানিকছড়ি উপজেলার বিভিন্ন ধর্মীয় মাদরাসা,মন্দির ও ক্যায়ং এর ধর্মীয় গুরু,শিশু, কর্মহীন মোটর সাইকেল চালক ও অসহায় দরিদ্র প্রায় আড়াই শ জন অসহায় লোকজনের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এম.পি)
১৫ মে শুক্রবার সকালে সাড়ে ১০টায় উপজেলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের উদ্যোগে আয়োজিত ত্রাণ-সহায়তা বিতরণ কার্যক্রমে উপজেলার ৩০টি শিশু পরিবার,২৬ জন মোটর সাইকেল চালক ও ২০০জন কর্মহীন দরিদ্র জনগোষ্টির হাতে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ।ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উপজাতি শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এম.পি)। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, অফিসার ইনচার্জ আমির হোসেন,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদ নির্মলেন্দু চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার,উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,সাবেক উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহিদুল ইসলাম মোহন,ক্যয়জরী মহাজন,মো. আবুল কালাম আজাদ,যুবলীগ সভাপতি মো.সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মো. জাহেদুল আলম মাসুদ, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেনসহ সকল আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ত্রাণ-সহায়তা বিতরণ কার্যক্রম শুরুর আগে প্রধান অতিথি বলেন, বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। এদেশে কাউকেই না খেয়ে মরতে দেবে না আওয়ামীলীগ। সরকার কর্মহীন,গৃহবন্দি মানুষজনকে ত্রাণ ও খাদ্য সহায়তা দিচ্ছে,শিশু খাদ্য দিচ্ছে, মসজিদ,মন্দির,ক্যায়াং সংশ্লিষ্ট ধর্মীয় গুরু,শিক্ষার্থী,শিক্ষক সবার মাঝেই সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা বিতরণ করছেন বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। এখন শুধু প্রয়োজন লকডাউন মেনে চলা। নচেৎ ‘করোনা’র ছোবলে লন্ডভন্ড হতে হবে সবাইকে। মনে রাখবেন এই মরণব্যাধি‘করোনা’য় আক্রান্ত হলে বাঁচার নিশ্চয়তা নেই।
ত্রাণ-সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষে ৩০ জন শিশু পরিবার,সদও ইউপি’র পক্ষে ২৬জন মোটরসাইকেল চালক ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে ২০০জনকে ত্রাণ-সহায়তা( চাউল,চিনি,সেমাই,নারিকেল) বিতরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।