বানিয়াচংয়ে গৃহহীন মুক্তিযোদ্ধাকে ঘর উপহার দিলো সেনাবাহিনী

Daily Ajker Sylhet

২৪ মে ২০২০, ০৪:০২ পূর্বাহ্ণ


বানিয়াচংয়ে গৃহহীন মুক্তিযোদ্ধাকে ঘর উপহার দিলো সেনাবাহিনী

হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার দুঃস্থ ও গৃহহীন বাংলাদেশ গেজেট অন্তর্ভুক্ত এক সেনা মুক্তিযোদ্ধাকে বাসস্থান উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি কর্পোরাল (অব.) মো. সিরাজুল ইসলাম।

শনিবার (২৩ মে) দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলায় ওই সেনা মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে গৃহটির দলিল-পত্র হস্তান্তর করেন সিলেট সেনা নিবাস ৩২ বীর এর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ। পরে ফিতা কেটে বসবাসের ঘরটি শুভ উদ্বোধন করা হয়।

এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গৃহটি টেকসই ও মনোমুগ্ধকর-ভাবে নির্মাণ করা হয়।

এসময় উপকার-ভোগী সেনা বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অব:) মো. সিরাজুল ইসলাম বলেন, আমাকে একটি বাসস্থান উপহার দেয়ায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেনাবাহিনীর পক্ষ থেকে বাসস্থান উপহার দেয়ার সময় অন্যান্য সেনা সদস্যরাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেহাছ মিয়া, ইউপি সদস্য লালু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।