লাদাখের ঘটনায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমবেদনা

Daily Ajker Sylhet

১৯ জুন ২০২০, ১১:৪২ পূর্বাহ্ণ


লাদাখের ঘটনায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমবেদনা

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লাদাখে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার টুইটারে এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, সম্প্রতি চীনের সঙ্গে সংঘর্ষের ফলে যে প্রাণহানি হয়েছে তাতে আমরা ভারতীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মাইক পম্পেও লিখেছেন, আমরা শোকাহত নিহত সেনাদের পরিবার, প্রিয়জন ও সমাজের কথা স্মরণ করব। জোট নিরপেক্ষ দেশ হিসেবে ভারত সব সময় পরাশক্তিদের প্রভাবের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা ক আসছে। একই সঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বতন্ত্রতা বজায় রেখেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।