ব্রিটেনের হাসপাতালে দক্ষিণ এশিয়ার করোনা রোগীর মৃত্যু বেশি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:১৮, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রিটেনের হাসপাতালে দক্ষিণ এশিয়ার করোনা রোগীর মৃত্যু বেশি

ADMIN, USA
প্রকাশিত জুন ২০, ২০২০
ব্রিটেনের হাসপাতালে দক্ষিণ এশিয়ার করোনা রোগীর মৃত্যু বেশি

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন দক্ষিণ এশিয়ার মানুষ। ব্রিটিশ সরকারের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশিয়ান অঞ্চলের মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এর জন্য ডায়াবেটিসের মাত্রাকে দায়ী করা হয়েছে। এ জরিপে ব্রিটেনের ২৭টি গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতাল আছে ২৬০টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।