জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া :
কুষ্টিয়ার ভেড়ামারার লালনশাহ সেতুর ৩০০ মিটার দুরে রেলওয়ের পতিত জায়গায় করা গাঁজার বাগান ধ্বংস করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাতটায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের নেতৃত্বে অভিযান চলে। ৫৫টি গাঁজার গাছসহ ১ জন কে আটক করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, ভেড়ামারার লালন শাহ সেতু থেকে তিন শ মিটার দূরে রেলওয়ের আওতাধীন পতিত মাঠে গাঁজার চাষ করা হচ্ছে। সেখানে অভিযান চালানো হয। তিন কাঠা জমিতে বড় বড় ৫৫টি গাঁজার গাছ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ওই এলাকার একটি পরিবার দীর্ঘদিন ধরে রেলওয়ের পতিত জমিতে গাঁজার চাষ করে আসছে। সকাল সাড়ে সাতটা থেকে অভিযান শুরু হয়েছে। ‘আমি আমার চাকরি জীবনে এত বড় পরিসরে গাঁজার চাষ করা দেখিনি।’
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সন্দেভাজনদের ১ জনকে ধরা হয়েছে। গাছগুলোর বয়স প্রায় ৮ মাস। আশেপাশে অনেকেই কলা চাষ করে, তারা বিষয়টি গোপন করেছে বা তাদের ইন্ধনে এহেন বিশাল অপকর্ম চলছিলো।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।