বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে গতকাল (২৫জুলাই) শনিবার ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে নবগঠিত কমিটির শপথ গ্রহন ও ফ্যামেলী গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাইম টেলিভিশন এর সিইও আবু তাহের। প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন মোহাম্মদ এন মজুমদার।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি প্রাক্তন সাধারণ সম্পাদক আতাউর রহমান, সেলিম বাংলাদেশ সোসাইটি ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রাক্তন সভাপতি মাহবুব আলম রাজনীতিবিদ আবু সাইদ আহমদ হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিনকন সাংবাদিক শাখওয়াত সেলিম কমিউনিটি নেতা মোনতাসির বিল্লাহ তোষার সঙ্গীত শিল্পি তানিয়া রহমান,কয়েস আহমদ , কবি মাসুম আহমদ ও আলতা মিয়া।
সারওয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি আহবাব চৌধুরী খোকন। সহসভাপতি মোহাম্মদ সাদি মিন্টু ,আহমদ ফয়ছল যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ ও স্কুল শিক্ষা সম্পাদক সালমা সুমি।
শপথ গ্রহণকারী নব নির্বাচিত কমিটি নেতৃবৃন্দরা হচ্ছেন সভাপতি আহবাব চৌধুরী খোকন, সহ-সভাপতি জাকির আহমদ,লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, মোহাম্মদ সাদি মিন্টু আহমদ ফয়ছল, সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী ,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিন ,কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন প্রচার ও গণ সংযোগ সম্পাদক সুহেল আহমদ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফায়েজী, স্কুল শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমী, ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক ,মোহাম্মদ করিম রনি,সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, সদস্য আব্দুল হাসিম হাসনু,সৈয়দ ইলিয়াস খছরু, জে মোল্লা সানি সহিদুল ইসলাম ।
অনুষ্ঠানে কমিউনিটির সদস্যবৃন্দ পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।