বিশ্ববাসী করোনার সঠিক টিকা কখন পাবে? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:২৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্ববাসী করোনার সঠিক টিকা কখন পাবে?

ADMIN, USA
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০
বিশ্ববাসী করোনার সঠিক টিকা কখন পাবে?

সম্পাদকীয়: টিকা তৈরি নিয়ে তীব্র আন্তর্জাতিক দৌড়ের মধ্যে মাত্র দু’মাসেই যথার্থ নিরাপত্তা সুরক্ষা ছাড়াই কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধের টিকা চূড়ান্ত করে ফেলেছে রাশিয়া। অত্যন্ত দ্রুততার সঙ্গে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলাকালে ঘোষণা এসে গেছে শিগগিরই ৫০ মিলিয়ন ডোজ বাজারজাত করার। বিদেশি অণুজীব বিজ্ঞানীদের অনুমোদন ছাড়াই টিকা আবিষ্কার প্রতিযোগিতায় প্রথম হওয়ার আশা রাশিয়ার বিজ্ঞানীদের। প্রতিদ্বন্দ্বী দেশের গবেষকরা তেমন কিছু না বললেও সেখানকার অনেক রাজনৈতিক নেতা ইতোমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ এটাকে বাঁকা চোখে দেখছেন, কেউ বা বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছেন। তবে যেটাই করা হোক না কেন, করোনাপীড়িত বিশ্বের মানুষের কাছে একটি কার্যকর প্রতিষেধক দরকার। বিচলিত মানুষ মনে করছে- যেভাবে পারা যাক, থামিয়ে দেয়া হোক করোনার ভয়াবহ সংক্রমণের আগ্রাসন। আর যেন তর সইছে না কারোই। এজন্য ইতোমধ্যে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিরা রাশিয়ার কাছে আগাম টিকা পাওয়ার জন্য আবেদন করে ফেলেছে। এ পর্যন্ত ১০০ কোটি ডোজের আবেদন এসেছে। এজন্য বিশ্বের পাঁচটি দেশে ৫০ কোটি ডোজ টিকা তৈরির প্রস্তুতি নিয়েছে রাশিয়া। গত ১১ আগস্ট রাশিয়ার ‘গ্যামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’ কোভিড-১৯ এর টিকা আবিষ্কার করেছে বলে ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।