দূর্গাপূজা উপলক্ষে চেক বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

Daily Ajker Sylhet

১৭ অক্টো ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ণ


দূর্গাপূজা উপলক্ষে চেক বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

হিলি-হাকিমপুর (দিনাজপুর) :
দিনাজপুরের হিলিতে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলা হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০ টি মন্দিরের সভাপতি/সম্পাদক এর হাতে এসব চেক তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।