নতুন বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৮, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নতুন বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি

প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
নতুন বছরের প্রথম দিনে প্রিয়াঙ্কার নতুন হলিউড ছবি

Manual8 Ad Code

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউডি অভিযান শুরু হয়েছে অনেক আগেই। সেখানে তার অভিনয় প্রশংসিতও হয়েছে।

Manual7 Ad Code

করোনার এ কঠিন সময়ের মধ্যেই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন হলিউড ছবি ‘উই ক্যান বি হিরোস’। প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ছবির টিজার প্রকাশ পেয়েছে। এতে প্রিয়াঙ্কার ঝলমলে উপস্থিতি দেখে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

Manual8 Ad Code

নেটফ্লিক্স প্রযোজিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিনে। এ প্রসঙ্গে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা জানান, ‘শুটিংয়ের সেরা মুহূর্ত কাটিয়েছি এ ছবি করার সময়। রবার্ট রজার্স এবং বাচ্চাদের সঙ্গে কাটানো সময়গুলো ছিল অনবদ্য। তাই আমি বলব সামনের বছর দারুণ কিছু অপেক্ষা করছে আমার জন্য। আশা করছি নতুন বছরে নতুন সূচনা হবে।’

‘উই ক্যান বি হিরোস’ নব্বই দশকের সাড়া জাগানো ছবি শার্কবয় এবং লাভা গার্লের সিক্যুয়াল। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক রবার্ট রজার্স নিজেই। এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডে কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স-৪’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার অভিনীত বলিউডের রামিন বাহরানি পরিচালিত ‘হোয়াইট টাইগার’ ছবিটিও মুক্তির প্রহর গুনছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code