সহিংসতায় ট্রাম্পের হাত রয়েছে: জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৬, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সহিংসতায় ট্রাম্পের হাত রয়েছে: জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
সহিংসতায় ট্রাম্পের হাত রয়েছে: জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সহিসংতায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন জর্জিয়া অঙ্গরাজ্যের একজন নির্বাচন কর্মকর্তা। গ্যাব্রিয়েল স্টার্লিং নামের এই কর্মকর্তা বলেন, ট্রাম্প নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ করেছেন তাকে কেন্দ্র করে সৃষ্ট কোনও সহিসংতার দায় তাকেই বহন করতে হবে। গ্যাব্রিয়েল স্টার্লিং বলেন, প্রেসিডেন্টের উচিত তার ভাষা নরম কর। অন্যথায় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। কারও হুমকি বা সহিংসতায় যুক্ত হওয়া উচিত নয়। একদিকে যখন জো বাইডেনের বিজয়ের ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হচ্ছে, তখন পরাজিত হওয়া রাজ্যগুলোয় একের পর এক মামলা করে চলেছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি শিবির। নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট, যেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। ভোটের সংখ্যার দিক থেকে ট্রাম্পের চেয়ে ৬২ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন। তবে কোনও তথ্য প্রমাণ ছাড়াই একের পর পর এক ভোট জালিয়াতির অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।