মহামারি নিয়ে নাটকে আসছেন মেহজাবিন ত্ত অপূর্ব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৩৪, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মহামারি নিয়ে নাটকে আসছেন মেহজাবিন ত্ত অপূর্ব

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২০
মহামারি নিয়ে নাটকে আসছেন মেহজাবিন ত্ত অপূর্ব

ডেস্ক নিউজ, ঢাকা:  মহামারির কবলে পড়ে প্রায় একটি বছর হারিয়ে গেলো মানুষের জীবন থেকে। এরমধ্যে টিভি নাটকের শ্রেষ্ঠ জুটি অপূর্ব-মেহজাবীনকে পার করতে হয়েছে করোনাকে ঘিরে আতঙ্ক আর নানা অভিজ্ঞতা। দুজনেই কোভিড টেস্ট করিয়েছেন বহুবার। এরমধ্যে পজিটিভ হয়ে হাসপাতালের আইসিইউ পর্যন্ত যেতে হয়েছে জিয়াউল ফারুক অপূর্বকে। না, থমকে যাননি। বরং নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে নানামাত্রিক কাজের পরিকল্পনা করছেন এখন থেকেই। যার শুরুটা হতে যাচ্ছে সিএমভি প্রযোজিত বিশেষ নাটক ‘ক্যান্ডি ক্রাশ’ দিয়ে। বিশেষ এই কাজটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। কামরুল ইসলাম শুভর চিত্রগ্রহণে এই নাটকে একেবারে অন্য এক রূপে দেখা যাবে অপূর্ব-মেহজাবীনকে।

২০২১ সালে এই জুটির প্রচার প্রতীক্ষিত প্রথম কাজ হিসেবে চূড়ান্ত হয়ে আছে নাটকটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।