‍‍বড়দিন‍‍ের পরিকল্পনা কেমন হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৩৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

‍‍বড়দিন‍‍ের পরিকল্পনা কেমন হবে

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২০
‍‍বড়দিন‍‍ের পরিকল্পনা কেমন হবে

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: করোনার সময়ে ঘরে বসেই ক্রিসমাসের দিনটি উদযাপন করবেন অনেকে। কেনাকাটা তো অনলাইনেও সেরে নিতে পারছেন। হাতে সময় থাকলে মার্কেট ঘুরে কিনে নিতে পারেন প্রয়োজনীয় জিনিসগুলো। এর জন্য প্রয়োজন পরিকল্পনা। কীভাবে কী করবেন তার পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তৈরি করুন…

১. প্রথমেই বাজেট করে নিন। অনুষ্ঠানে কী পরিমাণ খরচ করতে হবে,তা নির্ধারণ করুন।

২. কী কিনবেন তা আগেই তালিকা করে নিন।

৩. কোথায়, কোন মার্কেটে কী পাওয়া যায়,তা আগেই জেনে নিন।

৪. অতিথির তালিকা করে নিতে পারেন। তাতে আপনার রেসিপি সাজাতে এবং সে অনুযায়ী উপাদান গুলো কিনতে সুবিধা হবে।

৫. পরিকল্পনা অনুযায়ী কাজগুলো ছোট ছোট ভাগ করে পরিবারের অন্যদের বুঝিয়ে দিন। কাজের চাপ কমবে।

৬. গির্জায় যাওয়ার জন্য নতুন পোশাকগুলো আগেই ঠিক করে রাখুন।

৭. ঘর সাজানোর কাজটি অনুষ্ঠানের আগের দিন সেরে নিন। পরিবারের ছোটরাও এতে অংশ নিতে ভালোবাসে। তাদেরও সঙ্গী করুন।

৮. অতিথি আপ্যায়নের কেক, কুকিজসহ অন্যখাবারগুলো তৈরিতে আগেই প্রস্তুতি নিতে পারেন।

৯. সান্তা উপহার কিনতে হবে। অনুষ্ঠানের আগেই তা কিনে প্রস্তুত করে রাখুন।

১০. ক্রিসমাস কার্ড অর্ডার করুন। আপনি যদি ক্রিসমাস কার্ডগুলো প্রিয়জনকে পাঠাতে চান, তা আগেই অর্ডার করুন।

১১. ঘর পরিষ্কারের কাজটিও আগে সেরে ফেলুন। জানালার পর্দা, চাদর, টেবিলের কাপড়সহ ঘরের অন্য জিনিসগুলো আগেই পরিষ্কার করে রাখুন।

১২. একটি ক্রিসমাস প্লে লিস্ট তৈরি করুন। অতিথিদের সঙ্গে ক্রিসমাস উদযাপনের সময়টাতে ব্যাকগ্রাউন্ডে ক্রিসমাস সংগীত বাজালে খুব ভালো লাগে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।