ডেস্ক নিউজ, ঢাকা: করোনা মহামারির মাঝে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং ও গণমাধ্যম সংক্রান্ত অন্যান্য কাজে সহায়তাকারী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস ১৭ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক তুলে দেন। সহায়তাপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের ৯ জন চিত্রগ্রাহক রয়েছেন। সংশ্লিষ্ট চিত্রগ্রাহকরা করোনা মহামারিকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সসহ গণভবনে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান,সরাসরি সম্প্রচার ও ভিডিও রেকর্ডিং এর কাজে দায়িত্ব পালন করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।