করোনা আক্রান্তদের রোগমুকতি কামনায় নিউইয়র্কে খেলাফত মজলিসের ভারচুয়াল দোয়া মাহফিল
০১ জানু ২০২১, ১২:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র সংবাদদাতা :খেলাফত মজলিস নিউইয়র্ক মহানগরের সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফসহ দেশের প্রবাসের করোনা আক্রানত ও অন্যান্য রোগে আক্রান্ত রোগিদের সুস্থতা কামনা এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে এক ভারচুয়াল দোয়া মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস ইউএসএ । গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় নিউইয়র্কে অনুষ্ঠিত দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র শাখা সভাপতি মাওলানা আবুল কাশেম সভাপতিত্ব করেন ।
সেক্রেটারি ইউসুফ জসিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মোনাজাত করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল বাসিত।
অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন, ইউ এসএ শাখা বায়তুলমাল সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী সোহেল,
নিউইয়র্ক শাখা সেক্রেটারি রেদোয়ান আহমেদ চৌধুরী, বায়তুলমাল সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, নিউজার্সি শাখা সেক্রেটারি মাওলানা আব্দুল মুকিত, দৈনিক ইনকিলাব যুক্তরাষট্র প্রতিনিধি মাহফুজ আদনান প্রমুখ ।