যুক্তরাজ্যে বাড়ছে করোনা রোগী
০১ জানু ২০২১, ১১:২৯ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। ব্রিটেনে এখন করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও তাদের আশঙ্কা, এখনও এই দফার সংক্রমণের চূড়ায় পৌঁছায়নি দেশটি। লন্ডনের বেশ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের উপচেপড়া ভিড়ে প্রচণ্ড চাপ পড়েছে। রয়্যাল লন্ডন হাসপাতাল জানিয়েছে, তারা দুর্যোগপূর্ণ ওষুধ পরিস্থিতি চালু করেছে। এই অর্থ হলো তারা উচ্চ মানের জরুরি সেবা দিতে পারবে না। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৫১২ জনের।