টিলা কাটা বন্ধ করতে হবে – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

টিলা কাটা বন্ধ করতে হবে

STAFF USBD
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১
টিলা কাটা বন্ধ করতে হবে

পাহাড়-টিলা কাটা, বনাঞ্চল উজাড় হওয়া অব্যাহত থাকার বিষয়টি উদ্বেগজনক। পাহাড়-টিলা-বনাঞ্চল রক্ষার জন্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রভাবশালীদের অপকর্ম থামছে না। সাধারণ মানুষ মনে করছে, প্রভাবশালীদের সঙ্গে স্থানীয় বিভিন্ন দপ্তরের অসাধু ব্যক্তির যোগসাজশ থাকায় এত দ্রুত দেশের বনাঞ্চল উজাড় হচ্ছে; এভাবে পাহাড় কাটার উৎসবও অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে টিলা কেটে সরকারি টাকায় রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অব্যাহত রয়েছে। এ ছাড়া সেখানকার অপর এক প্রকল্পের কাজেও অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বিষয়টি প্রথমে মৌখিকভাবে ও পরে লিখিতভাবে কুলাউড়া ইউএনওকে জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, যেভাবে খাড়া করে টিলা কাটা হয়েছে, তাতে আগামী বর্ষা মৌসুমেই টিলা রাস্তায় ধসে পড়তে পারে। এ ছাড়া টিলা কাটার মাটি রাতের আঁধারে বিক্রির অভিযোগও উঠেছে। টিলা না কেটেও উল্লিখিত প্রকল্পের কাজ সম্পন্ন করা যেত। বস্তুত মাটি বিক্রির উদ্দেশ্যেই উল্লিখিত প্রকল্পে টিলা কাটা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।