এনটিআরসিএ-এর নতুন সিদ্ধান্ত, এক লাখ শিক্ষক নিয়োগ

Daily Ajker Sylhet

newsup

১৪ মার্চ ২০২১, ০৭:১৮ পূর্বাহ্ণ


এনটিআরসিএ-এর নতুন সিদ্ধান্ত, এক লাখ শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্কঃ মামলা জটিলতায় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ফলে এই জটিলতা থেকে মুক্তি পেতে শিক্ষক নিয়োগ দিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে সংস্থাটি।

দুই বিজ্ঞপ্তি মিলে দেশে ১ লাখ ২ হাজার শিক্ষক নিয়োগে আয়োজন চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শূন্য পদ পূরণে সরকারের এজেন্ডা বাস্তবায়নে এ নিয়োগ দিয়ে চায় এনটিআরসিএ।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা এখন তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে ব্যস্ত। আইন মন্ত্রণালয়ের মতামতের পর নিয়োগ কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।