হামলার শিকার আর্জেন্টিনার প্রেসিডেন্ট
১৪ মার্চ ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ণ

শনিবার দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়া অঞ্চলের চুবুত প্রদেশে দাবানলে ধ্বংস হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন প্রেসিডেন্ট ফের্নান্দেজ। তবে ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট পরে হেলিকপ্টারে করে রাজধানী বুয়েন্স আয়ার্সে চলে যান। ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা, তার মধ্যেই প্রেসিডেন্ট বের হয়ে তার গাড়িতে গিয়ে উঠছেন। জনতা এ সময় প্রেসিডেন্টের পিছু পিছু তার গাড়ির দিকে এগিয়ে যায় এবং গাড়িটি ঘিরে ফেলে। বিক্ষোভকারীরা গাড়িতে লাথি, ঘুষি মারতে থাকে ও জানালায় পাথর ছোড়ে এবং গাড়িটি আটকানোর চেষ্টা করে।
ওই হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ টুইটারে লিখেছেন, আমি নিশ্চিত চুবুতের স্থানীয় বাসিন্দা এবং প্রিয় আর্জেন্টাইনেদের সাথে এ হামলার কোনো সম্পর্ক নেই।