১৮০০ শতকে ইন্ডাষ্ট্রিয়েল রেভুলেশনের সময় শ্রমিকরা ৭দিন ১২ ঘন্টা করে কাজ করত ৷ ১৮৮২সালে ১০ হাজার শ্রমিক নিউইয়র্কের সিটি হল থেকে ইউনিয়ন স্কোয়ার পর্যন্ত মার্চ করে ন্যায্য মজুরী ও ৮ ঘন্টা দৈনিক ও সপ্তাহে ৫ দিন কাজের জন্য ৷
১৮৮৬ সালে ১লা মে শিকাগোতে পুলিশের সাথে শ্রমিকের সংঘর্ষের ফলে পুলিশের গুলিতে ১০-১২ শ্রমিক মারা যায় ৷এরই ধারাবাহিকতায় শ্রমিকরা সপ্তাহে ৫দিন ৮ ঘন্টা কাজ করার স্বীকৃতি১৮৮৭ সালে প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড দিয়ে থাকেন ৷
বর্তমানে আমেরিকায় নিম্নতম সরকারী মুজুরী ১৫ ডলার ঘন্টায় ৷ একজন সাধারন শ্রমিক ৪০ ঘন্টা সপ্তাহে কাজ করে ৬০০ ডলার ও বছরে ৩০-৩৫ হাজার ডলার রোজগার করতে পারে ৷ কিন্তু নিউইয়র্ক সহ বড় বড় শহরে ছোট ছোট দোকানে শ্রমিকদের দৈনিক ১২ ঘন্টা ও সপ্তাহে ৭০-৭২ ঘন্টা কাজ করিয়ে ৩০০-৪০০ডলার সপ্তাহে দেওয়া হয় ৷
ইহা বন্ধ করতে নিউইয়র্ক সিটির নির্বাচনে মেয়র ও কাউন্সিলম্যানদের সাথে পলিটিকেল একটিভিষ্টগণ আলোচনা করে বন্ধ করতে হবে ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷