মে দিবসে আমেরিকান সাধারন শ্রমিকদের অধিকার আদায়ে পলিটিকেল একটিভিষ্টদের এগিয়ে আসার আহবান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৭, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মে দিবসে আমেরিকান সাধারন শ্রমিকদের অধিকার আদায়ে পলিটিকেল একটিভিষ্টদের এগিয়ে আসার আহবান

editor
প্রকাশিত মে ২, ২০২১
মে দিবসে আমেরিকান সাধারন শ্রমিকদের অধিকার আদায়ে পলিটিকেল একটিভিষ্টদের এগিয়ে আসার আহবান
১৮০০ শতকে ইন্ডাষ্ট্রিয়েল রেভুলেশনের সময় শ্রমিকরা ৭দিন ১২ ঘন্টা করে কাজ করত ৷ ১৮৮২সালে ১০ হাজার শ্রমিক নিউইয়র্কের সিটি হল থেকে ইউনিয়ন স্কোয়ার পর্যন্ত মার্চ করে ন্যায্য মজুরী ও ৮ ঘন্টা দৈনিক ও সপ্তাহে ৫ দিন কাজের জন্য ৷
১৮৮৬ সালে ১লা মে শিকাগোতে পুলিশের সাথে শ্রমিকের সংঘর্ষের ফলে পুলিশের গুলিতে ১০-১২ শ্রমিক মারা যায় ৷এরই ধারাবাহিকতায় শ্রমিকরা সপ্তাহে ৫দিন ৮ ঘন্টা কাজ করার স্বীকৃতি১৮৮৭ সালে প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড দিয়ে থাকেন ৷
বর্তমানে আমেরিকায় নিম্নতম সরকারী মুজুরী ১৫ ডলার ঘন্টায় ৷ একজন সাধারন শ্রমিক ৪০ ঘন্টা সপ্তাহে কাজ করে ৬০০ ডলার ও বছরে ৩০-৩৫ হাজার ডলার রোজগার করতে পারে ৷ কিন্তু নিউইয়র্ক সহ বড় বড় শহরে ছোট ছোট দোকানে শ্রমিকদের দৈনিক ১২ ঘন্টা ও সপ্তাহে ৭০-৭২ ঘন্টা কাজ করিয়ে ৩০০-৪০০ডলার সপ্তাহে দেওয়া হয় ৷
ইহা বন্ধ করতে নিউইয়র্ক সিটির নির্বাচনে মেয়র ও কাউন্সিলম্যানদের সাথে পলিটিকেল একটিভিষ্টগণ আলোচনা করে বন্ধ করতে হবে ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অফ বাংলাদেশী আমেরিকান্স ৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।