বিশ্বে করোনায় মৃত্যু সরকারি হিসাবের দ্বিগুণেরও বেশি: আইএইচএমই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫১, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্বে করোনায় মৃত্যু সরকারি হিসাবের দ্বিগুণেরও বেশি: আইএইচএমই

editor
প্রকাশিত মে ৭, ২০২১
বিশ্বে করোনায় মৃত্যু সরকারি হিসাবের দ্বিগুণেরও বেশি: আইএইচএমই

ডেস্ক নিউজ: 

চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ৬৯ লাখ মানুষ মারা গেছেন, যা দেশগুলোর সরকারি হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশন (আইএইচএমই)-এর বিশ্লেষণে এমন আভাস পাওয়া গেছে।

সরকারি তথ্যের ভিত্তিতেই করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দিয়ে আসছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। তাদের সবশেষ হিসাব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ, ৫৬ হাজার ৬৭৫ জন। আরেক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩২ লাখ, ৭০ হাজার ৪৭৮ জন।  এই সংখ্যা আইএইচএমই-এর দেওয়া মৃত্যুর হিসেবের অর্ধেকেরও কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।