স্টাফ রিপোর্ট :
বাংলাদেশে করোনা পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে। করোনার ভয়াল থাবায় দেশে অবস্থানরত আত্মীয়-স্বজনদের জন্য সকল প্রবাসীই চিন্তিত। আর কয়েকদিন পর আসছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু ক্রয়, পরিবার ও আত্মীয়-স্বজনদের বিভিন্ন ব্যয় নির্বাহ, গরীব-দুঃখীদের সহযোগিতা করার জন্য প্রায় প্রত্যেক প্রবাসীই দেশে টাকা পাঠানোর কথা চিন্তা করছেন। কিন্তু চলমান লকডাউনের কারণে বাংলাদেশের ব্যাংকগুলোর সেবা কিছুটা সীমিত হয়েছে। ব্যাংক সপ্তাহে চার দিন খোলা থাকছে। আবার আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত বাংলাদেশে ঈদের ছুটি।
এরপরেও প্রবাসীদের টাকা প্রেরণের জন্য রিয়া মানি ট্রান্সফার সিটির ব্রংকসের ক্যাসল হিলের ২১৫২- বি ওয়েষ্টচেষ্টার এভিনিউতে সকাল ৯ টা থেকে বিকাল ৮ টা পর্যন্ত খোলা থাকবে রবিবার ছাড়া সোমবার থেকে শনিবার । সর্বোচ্চ রেটে বিশ্বস্থ সেবা এই শ্লোগানকে ধারণ করে বিগত কয়েকমাস যাবত ব্রংকসের ক্যাসলহিলে রিয়া মানি ট্রান্সফার সেবা দিয়ে যাচ্ছে । রিয়া মানি ট্রান্সফার পরিচালনায় আছে পজিটিভ ইন্টারন্যাশনাল ইনক ।
প্রতিষ্ঠানটির কর্ণধার মাহফুজ আদনান বলেন, রিয়া মানি ট্রান্সফার ১৯৮৭ সাল থেকে গ্রাহকদের সেবা দিচ্ছে । বিশ্বের অন্যতম এই মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সহিত কাজ করে যাচ্ছে ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।