কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ৫ মাস পর পর্যটকের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার বিকাল
থেকেই পর্যটকের আগমন ঘটে সমুদ্র সৈকতে। আগত পর্যটকদের আতিথিয়েতায় ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেলসহ পর্যটনমুখী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে সৈকতের বিভিন্ন পয়েন্টে হই হুল্লোরে মেতে উঠতে দেখা গেছে। অনেকেই সৈকতের ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘদিন পর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা বলছেন এখন পর্যটন মৌসুম না হওয়ায় ভীড় অনেকটাই কম থাকবে। আগত এ সকল পর্যটকদের শতভাগ স্বাস্থ্যবিধি মানতে ট্যুরিষ্ট পুলিশ ও থানা পুলিশসহ মাঠে ভ্রাম্যমান আদালতের টিম কাজ করছে বলে জানিয়েছেন
কলাপাড়া উপজেলা প্রশাসন।
করোনা সংক্রম রোধে গত পহেলা এপ্রিল থেকে কুয়াকাটা ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। দীর্ঘ বন্ধে বড় লোকসানের মুখে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবার হয়তো লোকসান কাটিয়ে উঠতে পারবে ব্যবসায়ীরা এমনটাই প্রত্যাশা তাদের।