ওপেনার রোহিত শর্মায় মুগ্ধ শচীন টেন্ডুলকার – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ওপেনার রোহিত শর্মায় মুগ্ধ শচীন টেন্ডুলকার

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ২০, ২০২১
ওপেনার রোহিত শর্মায় মুগ্ধ শচীন টেন্ডুলকার
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ কন্ডিশনে খেলা যেকোনো ব্যাটসম্যানের জন্যই অগ্নিপরীক্ষা। প্রতিপক্ষ যদি স্বাগতিক ইংল্যান্ড হয়, তাহলে তো কথাই নেই। আর এই কন্ডিশনেই বেশ একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ইংলিশ কন্ডিশনে যে রোহিত শর্মা কখনো টেস্টে ওপেন করতে নামেননি, সেই রোহিতকে দিয়েই ভারত ওপেন করাচ্ছে একের পর এক টেস্ট।

ওয়ানডে ওপেনার হিসেবে রোহিতের শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ করার মতো মানুষ তেমন না থাকলেও টেস্টে সমালোচনা করার জায়গা আছে অবশ্যই।

আর আছে বলেই ওয়ানডেতে রোহিত যেমন ভারতের অবিসংবাদিত ওপেনার, টেস্টে এখনো নিজের জায়গা সেভাবে পাকা করতে পারেননি। প্রতিনিয়ত জায়গা পাওয়ার জন্য লড়াই করেন লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিলদের সঙ্গে।

দুই টেস্টে রোহিত যে খুব বেশি রান করে ফেলেছেন, তা-ও নয়। চার ইনিংসে সর্বোচ্চ করতে পেরেছেন ৮৩, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে। বাকি তিন ইনিংসের রান ৩৬, ১২ ও ২১। আহামরি কিছু না।

তাও নজর কাড়ছে রোহিতের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারার সামর্থ্য। টেস্টে ব্যাট করতে গেলে যে ওয়ানডের মেজাজ দেখালে চলবে না, সেটা বেশ ভালো বুঝেছেন রোহিত। যখন ধরে খেলার দরকার, তখন ধরে খেলছেন, আবার যখন মেরে খেলার দরকার, তখন মেরে খেলছেন। এ ব্যাপারই মুগ্ধ করছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেছেন, ‘আমি যা দেখলাম, আমার মনে হয়েছে, ও ওপেনার হিসেবে নেতৃত্ব দিচ্ছে, নিজের টেম্পারামেন্টের প্রমাণ দিচ্ছে। ও দেখাচ্ছে, কীভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খাপ খাওয়ানো যেতে পারে। কীভাবে পরিস্থিতি অনুযায়ী নিজের খেলায় পরিবর্তন আনতে হয়।’

ওপেনিং–সঙ্গী লোকেশ রাহুলকে রোহিত যেভাবে সাহায্য করছেন, সেটাও নজর কেড়েছে শচীনের, ‘ওপেন করার সময় রোহিত নেতৃত্বের দায়িত্ব নিচ্ছে, রাহুলকে সাহায্য করছে। পুল শটে বেশ কয়েকবার বল সীমানাছাড়া করেছে। ও দুই টেস্টে যা অর্জন করেছে, যেভাবে খেলেছে, সেটা দেখেই বলছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।