পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেছেন, ‘আমি যা দেখলাম, আমার মনে হয়েছে, ও ওপেনার হিসেবে নেতৃত্ব দিচ্ছে, নিজের টেম্পারামেন্টের প্রমাণ দিচ্ছে। ও দেখাচ্ছে, কীভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খাপ খাওয়ানো যেতে পারে। কীভাবে পরিস্থিতি অনুযায়ী নিজের খেলায় পরিবর্তন আনতে হয়।’
ওপেনিং–সঙ্গী লোকেশ রাহুলকে রোহিত যেভাবে সাহায্য করছেন, সেটাও নজর কেড়েছে শচীনের, ‘ওপেন করার সময় রোহিত নেতৃত্বের দায়িত্ব নিচ্ছে, রাহুলকে সাহায্য করছে। পুল শটে বেশ কয়েকবার বল সীমানাছাড়া করেছে। ও দুই টেস্টে যা অর্জন করেছে, যেভাবে খেলেছে, সেটা দেখেই বলছি।’