বিলাইছড়িতে নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্কে নেই তেমন দর্শনার্থী।  - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২৫, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিলাইছড়িতে নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্কে নেই তেমন দর্শনার্থী। 

ADMIN, USA
প্রকাশিত আগস্ট ২২, ২০২১
বিলাইছড়িতে নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্কে নেই তেমন দর্শনার্থী। 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি)-বিলাইছড়িতে উপজেলার পাশে সবে মাত্র ১ টি রিসোর্ট ও শিশুর পার্ক রয়েছে। প্রতিদিন উপজেলার আশে পাশে এবং  উপজেলার বিভিন্ন এলাকা হতে লোকজন না হয় সময় কাঠানোর জন্য বিকাল হলে তাদের বাচ্চাদের নিয়ে আসতো এই শিশুর পার্ক বা বিনোদন কেন্দ্রে। শিশুর পার্ক ছাড়াও রয়েছে রিসোর্টও,পর্যটকরা ঝর্ণা দেখতে এলে এ রিসোর্টেও বুকিং নিত।মনে চাইলে যে কেউ  নিদিষ্ট ভাড়া দিয়ে থাকতে পারতো। পার্শ্ববর্তী লোকজন মনে চাইলে পার্কে আসতোই।কোন ধরা-বাধা নেই এই পার্কে যেতে। যা শিশু ও সকলের জন্য উন্মুক্ত।
 দুই-একদিন আগে পর্যটন কেন্দ্রগুলো খুলে দিলেও নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্কে যেতে বাধা ছিলনা। মানুষ মনের ভয়ে করোনা মহামারীর কারণে হয়তো আসছেনা বলে জানান স্থানীয়রা।
দীর্ঘদিন প্রায় ৪ মাস বন্ধ থাকার পরও পার্ক বা বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে না  লোকজন,আসছেনা দূর থেকে তেমন কোন ভ্রমন পিপাসুও।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।