বায়ুদূষণের প্রভাবে দিল্লিতে স্কুল বন্ধ ঘোষণা

Daily Ajker Sylhet

newsup

১৪ নভে ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ


বায়ুদূষণের প্রভাবে দিল্লিতে স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার থেকে পরবর্তী এক সপ্তাহ বন্ধ থাকবে রাজধানীর সব স্কুল। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।

গতকাল শনিবার (১৩ নভেম্বর) রাজ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, সোমবার থেকে স্কুল বন্ধ থাকবে, শিশুরা যেন দূষিত বায়ু নিজেদের ভেতরে না নেয়।

বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত নগরীর মধ্যে দিল্লি অন্যতম। প্রতি বছর শীত মৌসুম আসলেই শহরটির বিভিন্ন কল-কারখানা ও গাড়ির ধোঁয়া অস্বাভাবিক হারে বেড়ে যায়। এছাড়া শহরের আশপাশের এলাকায় কৃষকরা তাদের জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল পুড়িয়ে থাকেন। যার প্রভাবে দিল্লির বায়ু মারাত্মকভাবে দূষিত হয়।

শনিবার দিল্লির বায়ুর মান ছিল পিএম ২.৫ পার্টিকেল। এই মাত্রা সবচেয়ে বেশি ক্ষতিকর এবং মানুষের রক্তে প্রবেশ করতে পারে।

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আগামী চারদিন সব ধরনের কন্সট্রাকশন কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই সেটি কার্যকর হচ্ছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করা হয়েছে, তারা যেন কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।