‘ফাইনালের আগে আমাদের কেউ পাত্তাই দেয়নি’
১৪ নভে ২০২১, ০১:০০ অপরাহ্ণ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, আমরা ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছি। আমার মনে হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দুর্দান্ত খেলা হতে চলেছে। কারণ ওরা অসাধারণ দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেউই অস্ট্রেলিয়াকে খুব বেশি গুরুত্ব দেয়নি। তার বড় কারণ হলো অজিরা খুব একটা ভালো ছন্দে ছিল না।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, আমাদের নিয়ে কেউ কোনো আশা করেনি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমরা এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলের দুর্দান্ত ইতিহাস রয়েছে। আমাদের মধ্যে সম্পর্কও খুব ভালো। ফাইনালে খেলাটা রোমাঞ্চকর হবে।
তিনি আরও বলেছেন, ইংল্যান্ডের কাছে হারের পর আমরা হতাশ হয়েছিলাম। তবে কয়েক দিনের গ্যাপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেই সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলাম।
ফাইনালে টস জয় একটা বড় ফ্যাক্টর হবে। তার কারণ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ ১১ ম্যাচের মধ্যে পরে ব্যাট করা দল ১০ ম্যাচে জয় পেয়েছে।
টস প্রসঙ্গে অ্যারন ফিঞ্চ বলেন, আইপিএল এবং বিশ্বকাপে রান তাড়া করে জয় পাওয়ারই ট্রেন্ড রয়েছে। কিন্তু ফাইনালে কী সিদ্ধান্ত নেব বা কী হবে- এসব নিয়ে বেশি তাড়াহুড়ো করতে রাজি নই। ফাইনালে যে দল সুযোগগুলো সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে, তার ওপর জয়-পরাজয় নির্ভর করছে।