ওমিক্রন প্রতিরোধে বুস্টারের কার্যকারিতা ৮০ শতাংশ

Daily Ajker Sylhet

newsup

১৯ ডিসে ২০২১, ১২:০২ অপরাহ্ণ


ওমিক্রন প্রতিরোধে বুস্টারের কার্যকারিতা ৮০ শতাংশ

নিউজ ডেস্কঃ ওমিক্রন ঠেকাতে বুস্টারের কার্যকরিতা ৮০ শতাংশ বলে মনে করছেন ব্রিটিশ গবেষকরা। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তারা।

ব্রিটিশ গবেষকরা বলেছেন, টিকার বুস্টার ডোজ ওমিক্রন ধরন থেকে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একটি দল ওমিক্রনের এ পর্যন্ত পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে গবেষণা চালিয়ে বলেছে, কার্যকারিতা কিছু কম হলেও বুস্টার ডোজ অনেক লোককে হাসপাতালে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হবে।

তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, আরো তথ্য সংগ্রহ না করা পর্যন্ত ওমিক্রন বিষয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। এখনো বোঝার চেষ্টা করা হচ্ছে যে, ওমিক্রন কতটা হালকা বা গুরুতর হতে পারে।

ইম্পেরিয়াল কলেজের গবেষক অধ্যাপক আজরা ঘানি বলেন, ‘ওমিক্রনের সংক্রমণের ফলে রোগের তীব্রতা কেমন তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।