সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি

Daily Ajker Sylhet

newsup

২০ ডিসে ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ


সরকারি ৩ ব্যাংকে নতুন এমডি

নিউজ ডেস্কঃ দেশের সরকারি বিশেষায়িত ৩ ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) তাদের নিয়োগের বিষ‌য়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপন তথ্যমতে, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. ইসমাঈল হোসেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আব্দুল মান্নান। তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে শিরীন আখতারকে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।