মুহাম্মদ সালেহ আহমদ লন্ডন :
বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে দেশে বিদেশে নানা আয়োজন ও চলছে। এবার ব্রিটেনও এই আনন্দের অংশীদার হয়েছে। লাল সবুজে সজ্জিত হয়েছে গ্রেট ব্রিটেনের আইকনিক ব্রীজ – টাওয়ার ব্রীজ লন্ডন ও কইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন , লন্ডন বারা , টাওয়ার হ্যামলেটস বারার সহ ব্রিটেনের অসংখ্য ভবন লাল সবুজ রঙে আলোকিত করা হয়েছে। নানা অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেনির মানুষ।
এরকম ধন্যবাদ জানিয়েছেন — করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশিদের ‘জয় বাংলা’ বলে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশিদের “জয় বাংলা” বলে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া তিনি বলেন, “ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের জন্য অপেক্ষা করছে।
” বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২০২১) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় বরিস এ কথা বলেন। তিনি বলেন, “আসুন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের অপেক্ষায় থাকি। জয় বাংলা।” ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “এই সপ্তাহে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৪০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে যুক্তরাজ্য। সুতরাং, এখনই নিজের, আপনার বন্ধুদের এবং আপনার পরিবারের সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন।” বরিস জনসন বলেন, “এই মুহূর্তে হাজার হাজার ‘অসাধারণ’ বাংলাদেশি চিকিৎসক ও নার্স যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় কাজ করছেন এবং সেবা-যত্ন দিয়ে অন্যদের জীবন রক্ষা করছেন।
” ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “তাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে এবং তাদের নিরাপদ রাখতে আপনারা যা করতে পারেন, তা হল যত তাড়াতাড়ি সম্ভব টিকার ‘বুস্টার ডোজ’ নিয়ে নিতে পারেন।” বরিস আরও বলেন, “অনুগ্রহ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং করোনার ওমিক্রন ধরণ থেকে নিজেদের রক্ষা করুন।” করোনার এই নতুন কবল থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে সাবধানতা অবলম্বন করে ও সরকারের নির্দেশনা যথাযথ পালন করার আহবান জানান তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।