করোনা: ফ্রান্সে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

Daily Ajker Sylhet

newsup

০২ জানু ২০২২, ১২:৩৫ অপরাহ্ণ


করোনা: ফ্রান্সে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রণের এবার ফ্রান্সের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ ডিসেম্বর) ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন। মহামারি শুরু হওয়ার পর গত দুই বছরে এত বেশি দৈনিক সংক্রমণ ঘটেনি দেশটিতে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার টেলিভিশনে দেওয়া শুভেচ্ছাবার্তায় দেশবাসীকে সতর্ক থাকা ও করোনাবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয়, আমরা সবাই এটি বুঝতে পারছি যে, সামনের অনাগত সপ্তাহগুলো আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।’

ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় তবে ফ্রান্সে সংক্রমণের হার অনেক বেশি। গত ৩ দিন ধরে দেশটিতে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াচ্ছে দুই লাখের কোঠা। ফলে ফ্রান্স ওমিক্রনের উপকেন্দ্র বা এপিসেন্টার হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। তবে তিনি জানিয়েছেন, আপাতত নতুন কোনো বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা সরকারের নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।