ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের কাছে হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের কাছে হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

newsup
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২২
ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের কাছে হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

নিউজ ডেস্কঃ ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানান্দা পিটম্যান বলেন, নিহত পুলিশ কর্মকর্তা উইলিয়াম বিলি ইভান্স ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশের সদস্য ছিলেন। ঘটনা তদন্তে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, হামলায় সন্দেহভাজন ২৫ বছর বয়সী নোয়াহ গ্রিন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল কমপ্লেক্সে পুলিশ ব্যারিকেডে হামলা হয়েছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

আহত আরেক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে আইনপ্রণেতা ও তাদের কর্মকর্তাদের ক্যাপিটল পুলিশ ইমেইলে সতর্কবার্তা পাঠায়, যাতে হুমকির কথা বলা হয়। ক্যাপিটল হিলের বাসিন্দাদের ঘরে নিরাপদে থাকতে বলা হয়। এ ছাড়া বাইরে অবস্থান করা ব্যক্তিদেরও নিরাপদে থাকার কথা বলা হয়।

ক্যাপিটল পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুপুরের ঠিক ওই সময় কনস্টিটিউশন অ্যাভিনিউর উত্তর দিকের পুলিশ ব্যারিকেডে দাঁড়িয়ে থাকা দুই কর্মকর্তার দিকে নীল রঙের একটি সেডান গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যায়। ব্যারিকেডে গাড়িটি আঘাত করার আগেই সেখান থেকে বেরিয়ে গাড়িচালক পুলিশ কর্মকর্তাদের দিকে ছুরি হাতে দৌড়ে গিয়ে তাদের আঘাত করে। তখন দুই পুলিশ কর্মকর্তার একজন হামলাকারীর দিকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে দেড়টার দিকে হামলাকারীর মৃত্যু হয়।

ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানান্দা পিটম্যান বলেন, নিহত পুলিশ কর্মকর্তা উইলিয়াম বিলি ইভান্স ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশের সদস্য ছিলেন।

ঘটনা তদন্তে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, হামলায় সন্দেহভাজন ২৫ বছর বয়সী নোয়াহ গ্রিন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শুক্রবারের হামলা তিন মাস আগে ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান হচ্ছে না।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কোন্টি বলেন, ‘হামলা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হোক বা অন্য যে কারোর ওপর হোক না কেন, এটি খতিয়ে দেখার দায়িত্ব আমাদের এবং আমরা তা করব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।